ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক পদে ছাত্রদল মনোনীত প্রার্থী চেমন ফারিয়া ইসলাম মেঘলা মন্তব্য করেছেন যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি মেয়েই জানে যে ‘বট আইডি’ মানেই শিবিরের আইডি।গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মেঘলা বলেন, “এখানে ১০০ জন মেয়েকে জিজ্ঞেস করেন, সবাই বলবে বট আইডি মানেই শিবিরের আইডি। তারা যেসব কর্মকাণ্ড করে—তারা যখন ফুলের মালা দিয়ে একজন দাগি আসামিকে নিয়ে আসে, সেই বাংলাদেশে তো তাদের অস্তিত্ব থাকতে পারে না, থাকারই কথা নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় তো নয়ই।”নারী শিক্ষার্থী হয়রানি প্রতিরোধে ছাত্রদলের ভূমিকার কথা উল্লেখ করে মেঘলা বলেন, “আমাদের প্যানেলের দিকে তাকালেই বুঝবেন আমরা সব সময়ই এসব কাজ যারা করছে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার কথা বলছি। আমরা বারবার প্রশাসনকে এসব বিষয় নিয়ে অবহিত করছি, কিন্তু...