ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের প্রতিবাদে এবং দুর্নীতির বিরুদ্ধে জেনারেশন জেডের (জেন জি) বিক্ষোভে উত্তাল নেপালের রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন এলাকা। এরইমধ্যে নেপালের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, সোমবার হাজারও বিক্ষোভকারী পার্লামেন্ট ভবনে ঢোকার চেষ্টা করে। এ সময় তরুণদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করলে একজন নিহত হন। নেপাল টেলিভিশন জানিয়েছে, এই সংঘর্ষে একজন নিহত এবং ৫০ জনেরও বেশি আহত হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কমপক্ষে ছয়জন মারা গেছে। বার্তা সংস্থা রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হয়েছেন এবং তাদের নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে। বিক্ষোভকারীদের একটি দল সংসদ অভিমুখে যাওয়া একটি নিরাপত্তা গাড়ি থামিয়ে দেয় এবং একটি অ্যাম্বুলেন্সে আগুন ধরিয়ে দেওয়া হয়। এদিকে, সহিংসতা ছড়িয়ে পড়ায় স্থানীয় প্রশাসন কাঠমান্ডুর বিভিন্ন এলাকায় কারফিউ জারি করেছে। পাশাপাশি দেশের অন্য...