ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থা আগের তুলনায় আরও উন্নতি হয়েছে। খুব শিগগিরই তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হবে বলে জানিয়েছেন ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। পরিচালক বলেন, ঘটনার দিন নুরুল হক নূরকে হাসপাতালে আনার পরপরই চিকিৎসক বোর্ড গঠন করে চিকিৎসা শুরু করা হয়। তার মূল সমস্যা ছিল নাকের হাড় ভেঙে যাওয়া, সেখান থেকে রক্তক্ষরণ হচ্ছিল। পরদিন রক্তপাত বন্ধ হয়ে যায়। চোয়ালের হাড়ে ফ্র্যাকচার ছিল, যা জোড়া লাগতে ৪ থেকে ৬ সপ্তাহ সময় লাগবে। চোখে রক্ত জমাট ছিল, সেটিও কেটে গেছে। দৃষ্টিশক্তিতে কোনো সমস্যা হয়নি। তিনি আরও বলেন, আমরা মাথার ইনজুরি নিয়ে বেশি চিন্তিত ছিলাম। প্রথম সিটিস্ক্যানে সামান্য রক্ত...