ঢাকা : বাবা ছিলেন স্কুলের শিক্ষক। বাড়ি ছিল লুধিয়ানার সাহনেওয়ালে। ছেলেটার লেখাপড়ায় এক্কেবারেই মন ছিল না তেমন। সারাদিনই নিজেকে মাতিয়ে রাখতেন দিলীপ কুমারে। হতে চাইতেন তাঁর মতোই বিরাট বড় তারকা। এদিকে বাবার অমত ছিল খুব। কিন্তু মা চাইতেন, ছেলে আমার অভিনেতা হবেই। তাই মায়ের সাহায্যেই যেটুকু সাহস জুগিয়েছিল ছেলেটা। তাঁর প্রশ্রয়তেই ফিল্মফেয়ার ট্যালেন্ট হান্টে যোগ দেয় ছেলেটা। জিতেও যায় পুরস্কার। মায়ের থেকে মেলে অনুমতি। মুম্বাই পা রাখে সে।সেই ছেলেটি আর কেউ নন, ধর্মেন্দ্র। সুপারস্টার ধর্মেন্দ্র। ‘দিল ভি তেরা, হম ভি তেরে’ ছবিতে প্রথম নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন ধর্মেন্দ্র। সেই ছবিতে ধর্মেন্দ্রর কত পারিশ্রমিক ছিল জানেন? শুনতে চোখ কপালে উঠতে পারে আপনার। মাত্র ৫১ টাকা পারিশ্রমিক পেয়েছিলেন অভিনেতা। সেই রিয়্যালিটি শোয়ের মঞ্চে এসে সেই কথাই জানিয়েছেন ধর্মেন্দ্র।জানিয়েছিলেন, শুটিংয়ের তিন প্রযোজকের কথা।...