০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৫ পিএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৫ পিএম প্রকাশ্য রাস্তায় সকলের সামনেই প্রস্রাব করছিলেন এক ব্যক্তি। তাতে বাধা দিতে গিয়েছিলেন ভারতীয় এক যুবক। তারই মাশুল দিতে হল। ঘটনাস্থলেই গুলি করে মারা হল যুবককে। সম্প্রতি আমেরিকার ক্যালিফোর্নিয়ায় ঘটনাটি ঘটেছে। ঘটনার তদন্ত করছে সে দেশের পুলিশ। জানা গিয়েছে, ২৬ বছর বয়সি ওই যুবকের নাম কপিল। হরিয়ানার জিন্দ জেলার বরাহকলা গ্রামের বাসিন্দা কপিল কৃষক পরিবারের ছেলে। পরিবারের দাবি, এক ব্যক্তিকে জনসমক্ষে প্রস্রাব করা থেকে বিরত রাখার চেষ্টা করার জেরে গুলি করে হত্যা করা হয়েছে কপিলকে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইতিমধ্যে ভারতে কপিলের আত্মীয়দের খবর পাঠানো হয়েছে। লাশ দেশে ফেরানোর ব্যবস্থাও শুরু হয়েছে বলে খবর। নিহতের পরিবার সূত্রকে...