জুলাই গণহত্যায় হাসিনার আস্থাভাজন বিটিভির প্রধান বার্তা সম্পাদক মুন্সী ফরিদুজ্জামান, উপ-মহাপরিচালক (বার্তা ) সৈয়দা তাসমিনা আহমেদ ও নির্বাহী প্রযোজক শামসুল আলমের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলন। মানববন্ধন শেষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। আজ সোমবার এই মানববন্ধন ও স্মারকলিপি দেওয়া হয়। ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ও জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসার সঞ্চালনায় প্রতিরোধ আন্দোলনের সভাপতি ও বাংলা পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন জুলাই ছাত্র-জনতার আন্দোলনের যোদ্ধা ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলনের যুগ্ম আহ্বায়ক হাসান আরিফ, ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউয়ের আপ্যায়ন সম্পাদক দৈনিক মানবকণ্ঠের সিনিয়র রিপোর্টার সলিমউল্লাহ মেজবাহ, ফ্যাসিবাদ প্রতিরোধ...