ইসরায়েলের দখলকৃত জেরুজালেমে একটি বাসস্টপে সোমবার গুলিবর্ষণে পাঁচজন নিহত হয়েছেন। ইসরায়েলি পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই দুই হামলাকারীকে গুলি করে হত্যা করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ইসরায়েলি অ্যাম্বুলেন্স সার্ভিস বলেছে, নিহতদের মধ্যে আছেন পঞ্চাশোর্ধ্ব এক নারী, ৫০ বছর বয়সী এক পুরুষ এবং ত্রিশোর্ধ্ব তিনজন পুরুষ। এ ঘটনায় আরও ১১ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর। পুলিশ বলেছে, রামত জাংশনের ওই বাসস্টপে গাড়ি নিয়ে এসে দুই হামলাকারী গুলি চালায়। পরে একজন নিরাপত্তাকর্মী ও এক সাধারণ নাগরিক গুলি চালিয়ে তাদের হত্যা করেন। ঘটনাস্থল থেকে একাধিক আগ্নেয়াস্ত্র, গুলি ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে। ফিলিস্তিনি সংগঠন হামাস হামলাটিকে প্রতিরোধ যোদ্ধাদের পদক্ষেপ হিসেবে প্রশংসা করলেও এর দায় স্বীকার করেনি। একইভাবে ইসলামিক জিহাদও প্রশংসা জানালেও দায়িত্ব নেয়নি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর...