জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশকে সহায়তার জন্য আন্তর্জাতিক সহযোগিতা সংস্থাগুলো থেকে প্রত্যাশিত অর্থ আসছে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ‘প্রয়োজন কমপক্ষে ৩০ বিলিয়ন ডলার। এর বিপরীতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে মাত্র এক থেকে দেড় বিলিয়ন ডলার আনতে গেলেই সরকারের হিমশিম খেতে হয়।’ সোমবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের পিকেএসএফ ভবনে ‘জলবায়ু বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মশালাটি যৌথভাবে আয়োজন করে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। ড. সালেহউদ্দিন বলেন, ‘আমাদের হিসাব অনুযায়ী, জলবায়ু অভিযোজন ও ক্ষয়ক্ষতি মোকাবেলায় প্রায় ৩০ বিলিয়ন ডলার প্রয়োজন। অথচ আইএমএফ থেকে এক-দেড় বিলিয়ন ডলার আনতেই জান বেরিয়ে যায়। এক-দেড় বছরে ৫ বিলিয়ন ডলার নিয়ে আলোচনা করতে হয়।’ বাংলাদেশ ২০২২ সালে...