বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাম ভাঙিয়ে প্রতারণা ও চাঁদাবাজির মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মানিলন্ডারিং মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট। সোমবার সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খানের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। সিআইডির অনুসন্ধানে জানা যায়, মোতাল্লেছ হোসেন নামের এক ব্যক্তি নিজেকে খালেদা জিয়ার লিয়াজোঁ অফিসার পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তি ও ব্যবসায়ীর কাছ থেকে টাকা নিতেন। তার নামে খোলা ব্যাংক হিসাবের মাধ্যমে প্রায় ২০ কোটি টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে।এ ছাড়া অনুসন্ধানে বেরিয়ে আসে মোতাল্লেছ হোসেনের এম এল ট্রেডিং নামে একটি প্রতিষ্ঠানের কাগজপত্র থাকলেও বাস্তবে কোনো কার্যক্রম নেই। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স থাকলেও ওই প্রতিষ্ঠানের আমদানি-রপ্তানি বা ঠিকাদারি ব্যবসার কোনো প্রমাণ...