সিরাজগঞ্জের কামারখন্দে র্যাব সদস্যদের দেখে পুকুরে ঝাঁপ দেওয়ায় পানিতে ডুবে এক মাদক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় কামারখন্দ উপজেলার ডিডি শাহবাজপুর গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার সকালে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেন। নিহত শাওন রেজা (২২) কামারখন্দ উপজেলার ডিডি শাহবাজপুর গ্রামের নুরুল ইসলাম মন্ডলের ছেলে। কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, ‘র্যাব-১২ এর সদস্যরা রোববার সন্ধ্যায় ওই গ্রামে মাদক উদ্ধারের জন্য যান। স্থানীয় লোকজনদের সাথে কথা বলার একপর্যায়ে র্যাব সদস্যদের দেখে দৌড়ে পালানোর চেষ্টা করে শাওন। এসময় বাড়ির পাশে পুকুরে ঝাঁপ দিলে সে তলিয়ে যায়। অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।’ ওসি আরও বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে...