বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন, এমনটাই তার দলের শীর্ষ পর্যায় থেকে বলা হচ্ছে। তিনি ফিরলে দেশের রাজনীতিতে কী কী প্রভাব পড়বে আর বিএনপির রাজনীতিতে কী কী প্রভাব পড়বে, সম্প্রতি এই আলোচনা উঠে আসে বেসরকারি টেলিভিশনের একটি টকশোতে। যেখানে অতিথি হিসেবে অংশ নেন জাতীয় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আলোচনায় তারেক রহমান সম্পর্কে মান্না বলেন, তারেক রহমানের বক্তব্য আগের চেয়ে অনেক বেশি পরিপক্ক হয়েছে। টকশোতে মাহমুদুর রহমান মান্না বলেন, ‘অনেকগুলো বছর তো তিনি নেই দেশে। আগে যখন ছিলেন তখন হয় জেলে ছিলেন অথবা ধরেন যখন উনি কেবল রাজনীতিতে হাতে খড়ি নিচ্ছেন তখন ছিলেন। ওইভাবে যদি দেখেন তাহলে পরিপূর্ণভাবে তারেক জিয়াকে আমরা দেখিনি। বিভিন্ন কর্মে বিভিন্ন সিদ্ধান্তের সময় তাকে আমরা মাঝে মাঝে দেখেছি, ওই দেখাটা পরিপূর্ণ...