ভারতের মুম্বাইয়ের জুহু সমুদ্র সৈকতের আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে নেমে প্রশংসার ব;লে কটাক্ষের কবলে পড়েন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেখানে দেখা যাচ্ছে, অক্ষয় কুমার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর স্ত্রী অমৃতা ফড়নবিশের সঙ্গে জুহু সৈকত পরিষ্কার করছেন। কিন্তু এই ভালো কাজের জন্য প্রশংসার বদলে নেটিজেনদের কাছ থেকে কটাক্ষ শুনতে হয়েছে তাকে। একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছিলেন অক্ষয়। সমাজের প্রতি নিজের দায়িত্ববোধ থেকেই এই কাজ করেছেন বলে জানান তিনি। অক্ষয় কুমার বলেন, ‘আমাদের এই পৃথিবীর যত্ন নিতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা খুব জরুরি।’ তার মতে, ‘পরিচ্ছন্নতা বজায় রাখা শুধু সরকারের কাজ নয়, এটি সাধারণ মানুষেরও...