সিরিজ থেকে দক্ষিণ আফ্রিকার প্রাপ্তি কম নয়। ২৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেয়েছে তারা। তবে শেষ ম্যাচে যেভাবে গুঁড়িয়ে গেছে তাদের ব্যাটিং, অসহায় আত্মসমর্পণ করে যেভাবে হেরে গেছে তারা, তা মানতে পারছেন না দলটির কোচ শুক্রি কনরাড। সাউথ্যাম্পটনে রোববার তৃতীয় ওয়ানডেতে ইংল্যান্ডের সামনে দাঁড়াতেই পারেনি দক্ষিণ আফ্রিকা। ইংলিশদের ৪১৪ রানের জবাবে ২০.৫ ওভারে স্রেফ ৭২ রানে গুটিয়ে যায় প্রোটিয়ারা। এই সংস্করণে তাদের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর এটি, সর্বনিম্ন স্কোরের চেয়ে মাত্র ৩ রান বেশি। দক্ষিণ আফ্রিকা ম্যাচ হেরেছে ৩৪২ রানে। ওয়ানডে ইতিহাসেই রানের হিসেবে কোনো দলের সবচেয়ে বড় হার এটি। দক্ষিণ আফ্রিকার আগের বড় হার ছিল ২৭৬ রানে, সপ্তাহ দুয়েক আগে ম্যাকাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ১৫ দিনের মধ্যে নিজেদের সবচেয়ে বড় দুটি পরাজয়ের তেতো স্বাদ পেল তারা।...