রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে ‘নুরাল পাগলা’র মাজারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগের মামলায় ‘গণগ্রেপ্তার’ কিংবা নিরপরাধ কাউকে হয়রানি করা হবে না বলে আশ্বস্ত করেছেন পুলিশের ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. সিদ্দিকুর রহমান। সোমবার দুপুরে ক্ষতিগ্রস্ত দরবার শরিফ পরিদর্শনে এসে তিনি একথা বলেন। এর কিছু আগে সেখানে সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যরা আলামত সংগ্রহ করার জন্য যান। পরিদর্শন শেষে অতিরিক্ত ডিআইজি সিদ্দিকুর রহমান সাংবাদিকদের বলেন, “মাজার ভাঙচুর, অগ্নিসংযোগ ও নুরাল পাগলার মরদেহ পোড়ানোর ঘটনায় যারা জড়িত; তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় কোনো নিরপরাধ মানুষকে হয়রানি বা গণগ্রেপ্তার করা হবে না।” এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “যার বিরুদ্ধে তদন্তে সাক্ষ্য-প্রমাণ বেরিয়ে আসবে তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। সে যদি প্রশাসনের ভেতর থাকে তার বিরুদ্ধেও, যে প্রশাসনের বাইরে আছে তার বিরুদ্ধেও।...