ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে আফগানিস্তানকে ৭৫ রানে হারিয়ে শিরোপা জিতেছে পাকিস্তান। রবিবার রাতে শারজায় আফগানিস্তান ১৪২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৬৬ রানে অলআউট হয়। ম্যাচটি চলাকালীন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও পেসার ওয়াসিম আকরামের একটি টুইট সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার জন্ম দিয়েছে। আকরাম প্রথমে লিখেন, 'কি হচ্ছে? ১৪০ রানের লক্ষ্য থাকলে কেন পার্ট-টাইম বোলাররা সিমিং উইকেটে বোলিং করছে?' তবে ম্যাচজুড়ে দেখা গেছে স্পিনারদের দাপট। স্পিনার মোহাম্মদ নাওয়াজ নেন ১৯ রানে ৫ উইকেট। হ্যাটট্রিকও করেন নাওয়াজ। আরেক স্পিনার সুফিয়ান মুকিম ৯ রানে নেন ২ উইকেট। আবরার আহমেদ...