০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৪ পিএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৮ পিএম নেপালের রাজধানী কাঠমান্ডুতে সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ ও সরকারের দুর্নীতির বিরুদ্ধে জেনারেশন জেডের নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ দিন দিন তীব্র আকার ধারণ করেছে। আন্দোলন অনলাইন থেকে সড়কে এসে পার্লামেন্ট ভবনে প্রবেশ করেছে। এই বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ফলে অন্তত তিনজন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার রাজধানীতে কারফিউ জারি করেছে এবং সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। নেপালের তরুণরা সরকারের দুর্নীতি ও ২৬টি অনিবন্ধিত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে রাস্তায় নেমেছে। এই বিক্ষোভ সোমবার (৮ সেপ্টেম্বর) শুরু হয়। বিক্ষোভকারীরা সোশ্যাল মিডিয়া নিষিদ্ধকরণকে মতপ্রকাশের স্বাধীনতার সীমাবদ্ধতা হিসেবে দেখছেন। এছাড়া দীর্ঘদিনের প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধেও তারা ক্ষোভ প্রকাশ করছে। কাঠমান্ডুর নিউ বানেশ্বর এবং ঝাপার দমক শহরে বিক্ষোভ তীব্র আকার নিয়েছে।...