০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪২ পিএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৫ পিএম নেপালের বিভিন্ন শহরে, বিশেষ করে কাঠমান্ডু ও ঝাপায়, জেনারেশন জি-এর তরুণরা সরকারের দুর্নীতি এবং সোশ্যাল মিডিয়া নিষিদ্ধকরণের বিরুদ্ধে বিক্ষোভে নেমেছে। এই বিক্ষোভে একজন নিহত হয়েছে এবং আহত হয়েছে অসংখ্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও নেপালি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) নেপালের জেনারেশন জি-এর তরুণরা সরকারের দুর্নীতি এবং ২৬টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে সড়কে নামে। এই বিক্ষোভ মূলত সামাজিক মাধ্যম নিষিদ্ধকরণ এবং মতপ্রকাশের স্বাধীনতা হরণের প্রতিবাদে অনুষ্ঠিত হয়েছে। এছাড়া দীর্ঘদিনের দুর্নীতির বিরুদ্ধেও তারা ক্ষোভ প্রকাশ করছে। নেপালের রাজধানী কাঠমান্ডুর নিউ বানেশ্বর এবং ঝাপার দমক শহরে জেনারেশন জি-এর নেতৃত্বে বিক্ষোভ তীব্র হয়ে উঠেছে। নিউ বানেশ্বরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন বিক্ষোভকারী মারা যান। তিনি সিভিল হাসপাতালে...