০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০১ পিএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০১ পিএম ঝিনাইদহ জেলায় এ বছর ৪৫৫টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। গত বছরের চেয়ে এবার বেশি সংখ্যায় দুর্গাপূজা হচ্ছে। ঝিনাইদহে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আয়োজিত এক প্রস্তুতিমূলক সভায় এ তথ্য জানানো হয়। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক মোঃ আব্দুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় জানানো হয়, আসন্ন দুর্গাপূজায় সদর উপজেলায় ১০৯টি, কালীগঞ্জে ১০১টি, কোটচাঁদপুরে ৪৬টি, শৈলকুপায় ১২৫টি, হরিণাকুন্ডুতে ২৭টি ও মহেশপুর উপজেলায় ৪৭টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়। প্রস্তুতিমূলক সভায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্রনাথ রায়, ঝিনাইদহ জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান, জেলা আনসার ভিডিপি কর্মকর্তা মিজানুর রহমান, জেলা তথ্য অফিসার আব্দুর রউফ, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল,...