নিউ ইয়র্কের ইউবিএস এরেনা থেকে সম্প্রচারিত হলো ২০২৫ সালের এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস। এই আসরটি ছিল নতুন, পুরাতন, তরুণ ও কিংবদন্তিদের মিলনমেলা। এবারে সব আলো নিজের দিকে টেনে নিলেন লেডি গাগা। তিনি একাই চারটি বিভাগে পুরস্কার জিতে নিয়েছেন। আরিয়ানা গ্র্যান্ডে ও সাবরিনা কারপেন্টারও পেয়েছেন একাধিক পুরস্কার। প্রধান পুরস্কারগুলোর মধ্যে ছিল বছরের সেরা ভিডিও। ‘ব্রাইটার ডেইজ অ্যাহেড’ গানের জন্য এটি জিতেছেন আরিয়ানা গ্র্যান্ডে। এছাড়াও এই গানই জিতেছে দীর্ঘরূপ গানের বিভাগে এবং সেরা পপ গানের পুরস্কারও। সেরা শিল্পী হিসেবে স্বীকৃতি পেয়েছেন লেডি গাগা। তিনি ‘আব্রাকাডাবরা’ গানের জন্য সেরা নির্দেশনা এবং সেরা শিল্প নির্দেশনার পুরস্কারও জিতেছেন। সংগীতজগতে গ্রীষ্মকালের সবচেয়ে জনপ্রিয় গানের পুরস্কার গেছে টেট ম্যাকরেইয়ের হাতে। তার গান ‘জাস্ট কিপ ওয়াচিং’-এর জন্য পুরস্কার পেয়েছেন তিনি। একই গান জিতেছে সেরা সম্পাদনার পুরস্কারও। বছরের সেরা...