ঝিনাইদহ: ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। দিনক্ষণ ঠিক না হলেও থেমে নেই রাজনৈতিক দলের মনোনয়ন প্রত্যাশীরা। দলীয় মনোনয়ন পেতে নিজ নিজ দলের কেন্দ্র ও হাইকমান্ডে জোর যোগাযোগ চালিয়ে যাচ্ছেন নেতারা। ঝিনাইদহের চারটি সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশীরা ভেতরে ভেতরে ভোটের মাঠ গোছাতে নেমে পড়েছেন। দলীয় কর্মসূচির পাশাপাশি ওয়ার্ড ভিত্তিক জনমত গঠন ও সমর্থন বাড়াতে নানা কৌশলে কাজ করে যাচ্ছেন বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদের নেতারা। সাপ্তাহিক ছুটি ও অন্যান্য জাতীয় দিবস সামনে এলেই সব দলের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীরা ভোট চেয়ে ব্যানার ফেস্টুন প্রচার করে চলেছেন। থেমে নেই অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণাও। এদিকে নবগঠিত দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঝিনাইদহের চারটি আসনের মধ্যে হাই প্রোফাইল রাজনৈতিক নেতৃত্বকে এখনো সামনে আনতে পারেনি।...