আগের মতো সিনেমায় নিয়মিত দেখা যায় না অভিনেত্রী নাসরিনকে। সিনেমার জন্য তিনি ডাক পান না এমন নয়, তবে অভিনয়ের জন্য তাকে ডাকা হয়না। এই অভিনেত্রী জানালেন, তাকে ডাকা হয় আইটেম গানের জন্য! চলচ্চিত্রের প্রয়াত শিল্পীদের স্মরণে রবিবার (৭ সেপ্টেম্বর) এফডিসিতে আয়োজন করা হয় দোয়া মাহফিল। প্রয়াতদের আত্মার মাগফিরাত কামনায় সেখানে হাজির হন বাংলা চলচ্চিত্রের নতুন পুরাতন শিল্পীদের অনেকে। সেখানে নাসরিন বলেন, আমি অভিনয় করতে আগ্রহী। তবে খুব কষ্ট লাগে, নিমার্তারা ঘুরে-ফিরে আমাকে আইটেম সংয়ের জন্যই ডাকে। তারা ভুলে যায় যে, আমার বয়স হয়েছে। এই বয়সে আইটেম সং করা যায় না। এখন যে বয়স, সেরকম ক্যারেক্টারে অভিনয়শিল্পীদের ডাকতে চায় না কেউ। প্রয়াত শিল্পীদের স্মরণ অনুষ্ঠান প্রসঙ্গে তিনি বলেন, ‘এই আয়োজন খুব ভালো হয়েছে। এসে ভালো লাগছে। অনেকের সঙ্গে দেখা হচ্ছে, যেটা...