জটিল রোগে আক্রান্ত স্পাইডারম্যান’খ্যাত হলিউডের জনপ্রিয় অভিনেতা টম হল্যান্ড। তিনি জানিয়েছেন, দীর্ঘদিন ধরে ডিসলেক্সিয়া ও অ্যাটেনশন-ডেফিসিট/হাইপারঅ্যাকটিভিটি ডিসঅর্ডার (এডিএইচডি) নিয়ে লড়াই করছেন তিনি। আইজিএনকে দেওয়া সাক্ষাৎকারে হল্যান্ড বলেন, ‘আমার এডিএইচডি এবং ডিসলেক্সিয়া আছে। নতুন কোনো চরিত্র হাতে পেলে প্রথমে আমি কিছুটা ভয় পাই। চরিত্র ফুটিয়ে তোলার সময় এই চ্যালেঞ্জগুলো প্রায়ই সামনে আসে।’ তবে এই সমস্যাকে তিনি ভিন্নভাবে মোকাবিলা করেন। হল্যান্ডের ভাষায়, ‘আমি আমার...