রাজধানীর ডেমরা থানার মিরপাড়া এলাকায় উল্টোপথে আসা অছিম বাসের ধাক্কায় মো. সাব্বির (২৬) নামের এক পিকআপ ভ্যানচালক নিহত হয়েছেন। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুর একটার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতকে ঢামেকে নিয়ে আসা রনি বলেন, সাব্বির পিকআপ ভ্যানের চালক ছিলেন। আজ সকালে ডেমরার মিরপাড়া এলাকায় পিকআপ ভ্যান নিয়ে আসার পথে উল্টো পথে আসা অছিম পরিবহনের এক বাস পিকআপে ধাক্কা দেয়। এতে পিকআপ চালক সাব্বির গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত সাব্বির চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার ভিকরা গ্রামের মো. আলাউদ্দিনের সন্তান।...