বলিউডে বহুদিন ধরেই একটা অলিখিত কথা চলে আসছে—‘ভাইজানের সঙ্গে পাঙ্গা মানে যমের সঙ্গে পাঞ্জা’। অভিযোগ আছে, বিবেক ওবেরয় থেকে শুরু করে আরও কয়েকজন তারকার ক্যারিয়ারে নাকি বাধা হয়ে দাঁড়িয়েছেন সালমান খান। এমনকি গায়ক অরিজিৎ সিং-এর গানও নাকি তাঁর কারণে বাদ গিয়েছিল। সম্প্রতি বিগ বস ১৯–এর উইকেন্ড কা ভার এপিসোডে তিনি সরাসরি বলেন, কারও ক্যারিয়ার বানানো বা ভাঙা তাঁর হাতে নেই। শেহনাজ গিল অনুষ্ঠানে এসে বলেন, ‘স্যার, আপনি এতজনের ক্যারিয়ার গড়ে দিয়েছেন…।’ উত্তরে সালমান খান শান্তভাবে বলেন, ‘আমি কখনো কারও ক্যারিয়ার তৈরি করিনি। ক্যারিয়ার একমাত্র সর্বশক্তিমানই তৈরি করতে পারেন।’ এরপর দীর্ঘদিনের অভিযোগের প্রসঙ্গে সালমানের সাফ বক্তব্য,‘মানুষ আমাকে দোষ দিয়েছে যে আমি অনেকের ক্যারিয়ার ধ্বংস করেছি। কিন্তু সত্যি বলতে, সেটা আমার হাতেও নেই। আজকাল এটা একটা ট্রেন্ড হয়ে গেছে—বলা হয় আমি নাকি...