নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান বলেছেন, গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের শর্ট মেমোরি লস হয়নি। তিনি জানান, এই ধরনের আঘাতে সাধারণত মেমোরি লস হওয়ার সম্ভাবনা নেই। সোমবার দুপুরে ঢামেক প্রশাসনিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পরিচালক জানান, নুর প্রথম দিন হাসপাতালে ভর্তি হবার পর থেকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয় এবং পরে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। চিকিৎসকদের গঠিত ছয় সদস্যের মেডিকেল বোর্ড তার শারীরিক অবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করছে এবং ধীরে ধীরে তার অবস্থা উন্নতির পথে রয়েছে। বর্তমানে তিনি আইসিইউ থেকে কেবিনে স্থানান্তরিত এবং মোটামুটি স্থিতিশীল রয়েছেন। তিনি আরও জানান, নুরের নাকের হাড় ভাঙার কারণে মাঝে মাঝে রক্তপাত হচ্ছে যা কয়েক দিন চলতে পারে, তবে এতে ভয়ের কিছু নেই। নাকে...