০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৯ পিএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৯ পিএম রাজবাড়ীর কালুখালীতে দুটি মোটরসাইকেল প্রতিযোগিতা করে আসার সময় সংঘর্ষে সড়কে পড়ে যায়। পিছন থেকে দ্রুত গতির একটি অজ্ঞাতনামা বাস তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। নিহতরা হলো, কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের ঘিকমলা গ্রামের আরিফ(২২) ও পাংশার মৈশালা পালপাড়া গ্রামের অসিতের ছেলে স্বাধীন (১৭)। আহত হয়েছে পাংশা মৈশালা পালপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে শাওন।রবিবার রাত সাড়ে ১০ টার দিকে রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার বাংলাদেশ হাট মোড় সংলগ্ন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। কালুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান উম্মন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুঘটনায় আহত শাওন নামের একজনকে হাসপাতালে আনা হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।...