০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৫ পিএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৫ পিএম গাইবান্ধার সুন্দরগঞ্জে কৃষকদের আগ্রহ বাড়াতে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমের বিনামূল্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রাশিদুল কবির, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাদেক হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা মোখলেছুর রহমান, আঞ্জুমানারা বেগম, আব্দুর রাজ্জাক প্রমুখ। উপজেলা কৃষি কর্মকর্তা রাশিদুল কবির বলেন, উদ্বোধনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু হয়েছে। আগামী ২-৩ দিনের মধ্যে ২০০ জন কৃষকের মাঝে উপকরণ বিতরণ সম্পন্ন করা হবে। প্রতিটি কৃষককে ৫ কেজি মাষকলাই বীজ, ৫ কেজি এমওপি সার এবং...