২০১৩ সালের ৪ মার্চ কাঠমান্ডুতে এএফসি চ্যালেঞ্জ কাপের বাছাইয়ে নেপালকে ২-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। সেই জয়টিই কাঠমান্ডুতে শেষ উদযাপন হয়ে আছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। এর পর কেটে গেছে এক যুগ, নেপালের মাটিতে আর তাদের হারানো হয়নি।৬ সেপ্টেম্বর কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় দুই দলের শেষ মোকাবিলা ড্র হয়েছে গোলশূন্যভাবে। অক্টোবরে হংকংয়ের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ বাংলাদেশের। প্রথম দুই ম্যাচে ভারতের বিপক্ষে ড্রয়ের পর হেরেছে সিঙ্গাপুরের বিপক্ষে। তাই বাছাইয়ের বাকি ম্যাচগুলো খুবই গুরুত্বপূর্ণ জামাল ভূঁইয়াদের। হংকংয়ের ম্যাচ সামনে রেখেই বাফুফে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলছে। ক্যাবরেরার লক্ষ্য ছিল নেপালের বিপক্ষে ভালো ফলাফল করে হংকংয়ের ম্যাচের জন্য খেলোয়াড়দের মনোবল বাড়িয়ে নেওয়া। তবে বাংলাদেশ পূর্ণ শক্তির দল নিয়ে নামতে পারেনি নেপালের বিপক্ষে। এই ম্যাচে পাওয়া যায়নি দলের দুই তারকা...