অপরাধীদের গ্রেফতার, বিচার বিভাগীয় তদন্ত, আহতদের উন্নত চিকিৎসাসহ পাঁচ দফা দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিক্ষোভ মিছিল করেছে ছাত্রশিবির। এ সময় দাবিগুলো বাস্তবায়নে দ্রুত কার্যকর পদক্ষেপ দৃশ্যমান না হলে প্রশাসনকে পদত্যাগের হুঁশিয়ারি দেন নেতারা। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিক্ষোভ মিছিল নিয়ে প্রশাসনিক ভবন, শহিদ মিনার অতিক্রম করে জিরো পয়েন্টে সমাবেশ করেন সংগঠনটির নেতাকর্মীরা। বিক্ষোভ সমাবেশে ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় সেক্রেটারি মোহাম্মদ পারভেজ বলেন, ‘আমরা এখানে পড়াশোনা করতে এসেছি, সন্ত্রাসীদের সঙ্গে যুদ্ধ করতে আসিনি। বিশ্ববিদ্যালয় এবং পুলিশ প্রশাসনের নীরবতার কারণে কিছুদিন পরপর আমাদের সন্ত্রাসীদের সঙ্গে মুখোমুখি হতে হয়। আপনারা যদি কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হন তাহলে আপনাদের শান্তিমতো পদত্যাগও করতে দেব না।’ ছাত্রশিবিরের চট্টগ্রাম মহানগর (দক্ষিণ) সভাপতি ইব্রাহিম হোসেন রনি বলেন, ‘আমাদের দাবিগুলো সব শিক্ষার্থীদের দাবি। সংঘর্ষের ঘটনাকে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে...