সার্টিফিকেট সংশ্লিষ্ট কাগজপত্র আটকে রাখার অভিযোগে গোবিপ্রবি শিক্ষার্থীর সংবাদ সম্মেলন NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। গোবিপ্রবি: সার্টিফিকেট সংশ্লিষ্ট কাগজপত্র প্রক্টর কর্তৃক আটকে রাখার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ফার্মেসী বিভাগের শিক্ষার্থী আতিক ফয়সাল।সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১১ টায় প্রশাসনিক ভবনের সামনে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সনদপত্র উত্তোলনের জন্য প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করে ২৭-০৮-২৫ তারিখে আমি প্রক্টর অফিসে ফর্ম জমা দিই। একই সঙ্গে আমার দুই সহপাঠীর ফর্মও জমা ছিল। পরে দেখি তাদের ফর্মে স্বাক্ষর হলেও আমার ফর্মে স্বাক্ষর হয়নি। অফিস থেকে জানানো হয়, প্রক্টর স্যার নিজে আমার সাথে কথা বলবেন। আমি বারবার প্রক্টর স্যারের সাথে যোগাযোগের চেষ্টা করেছি, অফিসে গিয়েছি, অপেক্ষা করেছি, এমনকি WhatsApp...