এভারকেয়ার হসপিটালে প্রথমবারের মতো বিশ্বরেডিওথেরাপি সচেতনতা দিবস উদযাপন করেছে। এ উপলক্ষে সম্প্রতি একটি বিজ্ঞান বিষয়ক আলোচনাঅনুষ্ঠানের আয়োজন করা হয়। সর্বপ্রথম ২০২৪ সালে লন্ডন গ্লোবাল ক্যান্সার উইক-এপ্রতি বছর ৭ সেপ্টেম্বর এই আন্তর্জাতিক দিবসটি উদযাপনের প্রস্তাব দেওয়া হয় এবং ২০২৫ সালের শুরুতে তা আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়। আলোচনা অনুষ্ঠানে, ক্যান্সার চিকিৎসায় রেডিওথেরাপির গুরুত্বতুলে ধরা হয় এবং এর জীবনরক্ষাকারী ভূমিকা সম্পর্কে স্বাস্থ্যসেবা, পেশাজীবীসহ সাধারণমানুষদের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন এভারকেয়ারহসপিটালস, বাংলাদেশ-এর সিইও ও ম্যানেজিং ডিরেক্টর ডা. রত্নদ্বীপ চাস্কারসহ এভারকেয়ারহসপিটাল ঢাকার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, অনকোলজিস্ট ও বিশেষজ্ঞচিকিৎসকবৃন্দ। তারা রেডিওথেরাপির অগ্রগতি, রোগীদের চিকিৎসা প্রদান এবং রেডিয়েশন চিকিৎসানিয়ে বিভ্রান্তি দূর করা প্রসঙ্গে বিশেষ আলোচনা করেন। এ প্রসঙ্গে এভারকেয়ারহসপিটালসের গ্রুপ মেডিকেল ডিরেক্টর ডা. আরিফ মাহমুদ বলেন, ওয়ার্ল্ড রেডিওথেরাপি অ্যাওয়ারনেস ডেক্যান্সার চিকিৎসায় একটি...