ইসরায়েলের জেরুজালেম শহরের রামোট জংশন প্রবেশমুখে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কমপক্ষে পাঁচজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর। স্থানীয় সময় সোমবার (৮ সেপ্টেম্বর) এ হামলা হয় বলে জানিয়েছে জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড আদম (এমডিএ)। খবর টাইমস অব ইসরায়েলের।আরো পড়ুন:হামাসকে শেষবারের মতো সতর্ক করলেন ট্রাম্পবেলজিয়াম ফিলিস্তিনকে স্বীকৃতি ও ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে বেলজিয়াম ফিলিস্তিনকে স্বীকৃতি ও ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে এমডিএ জানিয়েছে, ৬২ নম্বর বাসে উঠে যাত্রীদের ওপর গুলি চালাতে শুরু করে। পরে হামলায় জড়িত দুইজনকে নিষ্ক্রিয় করা হয়। এই ঘটনার পর জেরুজালেমের ভেতরে এবং বাইরের সব প্রবেশ ও বেরনোর পথ বন্ধ করে দেয়া হয়েছে। জেরুজালেমের উত্তর প্রবেশপথের একটি প্রধান মোড়ে, পূর্ব জেরুজালেমে অবস্থিত ইহুদি বসতিতে যাওয়ার পথে গুলি চালানোর ঘটনাটি...