সোমবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে নুরের শারীরিক অবস্থা নিয়ে জানান ঢামেক পরিচালক গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি জানান, মাথায় আঘাতের কারণে নুরের শর্ট টাইম মেমোরি লস হয়নি। এ ধরনের ইঞ্জুরির কারণে মেমোরি লস হওয়ার সম্ভাবনাও নেই।আরো পড়ুন:গরু ধান খাওয়ার জেরে হামলায় গৃহবধূ নিহতঝিনাইদহে একই পরিবারের ৫ জনকে কুপিয়ে জখম, আটক ৩ সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ঢামেক পরিচালক। তিনি জানান, নুরের নাকে হাড় ভাঙায় মাঝে মধ্যে রক্তপাত হচ্ছে, যা সেরে উঠতে ৪ থেকে ৬ সপ্তাহ সময় লাগবে। ঢামেক পরিচালক বলেন, “নুরের জ্বর ও ঠান্ডার উপসর্গ থাকায় নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এটি ডেঙ্গু না ভাইরাস...