বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নওগাঁ শহরের পৌর এলাকায় লিফলেট বিতরণ করা হয়েছে। আজ সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় শহরের তাজের মোড় থেকে লিফলেট বিতরণ শুরু হয়ে ব্রিজের মোড়, বাটার মোড়, সুপারিপট্টি, চুরিপট্টি, মিষ্টিপট্টি, গোস্তহাটির মোড়, মাছ বাজার, কাঁচা বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এই লিফলেট বিতরণ করা হয়।২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৫ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলুর নেতৃত্বে নেতাকর্মীরা এ লিফলেট বিতরণ করেন। এ সময় লিফলেটে রাষ্ট্র মেরামতের ৩১ দফা দাবির মূল বিষয়বস্তু তুলে ধরা হয়। নেতাকর্মীরা পথচারী, দোকানদার ও এলাকার বিভিন্ন পেশার মানুষের হাতে হাতে লিফলেট পৌঁছে দেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপির আহ্বান জনগণের কাছে...