নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে সম্প্রতি বেশ ইতিবাচক ধারা লক্ষ করা যাচ্ছে। আগেরদিন প্রধান শেয়ারবাজার (রোববার) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেনে এক বছরের মধ্যে নতুন মাইলফলক ছুঁয়েছে। ওইদিন ডিএসইর প্রধান সূচক পৌঁছায় ৫ হাজার ৬৩৬ পয়েন্টে, যা গত এক বছরে সর্বোচ্চ। একইসঙ্গে দিনভর লেনদেন হয়েছে ১ হাজার ৪৪১ কোটি ৯০ লাখ টাকার, যা গত ১৩ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড। এই অসাধারণ মাইলফলক বাজারে বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিরই প্রমাণ বহন করে। সম্প্রতি কিছু মৌলভিত্তিক কোম্পানির শেয়ারমূল্য বৃদ্ধির পাশাপাশি বাজারে তারল্য প্রবাহ বৃদ্ধি পাওয়ায় বিনিয়োগকারীরা নতুন করে সক্রিয় হচ্ছেন। এ ছাড়া সরকার ও নিয়ন্ত্রক সংস্থার বিভিন্ন ইতিবাচক পদক্ষেপও বাজারকে চাঙ্গা করে তুলছে। তবে আজকের দিনে সূচকে কিছুটা সংশোধন দেখা গেছে, যা স্বাভাবিক বলেই মনে করছেন বাজার বিশ্লেষকরা। দিনের শুরুতে বাজারে উত্থান...