সাদা কাশবন আর নীল আকাশে সাদা মেঘের ভেলা- প্রকৃতিতে শরতের এই রংয়ের খেলার সাথে মিল রেখে দেশি ফ্যাশনঘরগুলো নিজেদের রাঙায় প্রতি বছর। এবারও তেমন ব্যতিক্রম ঘটেনি। প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী মন্নুজান নার্গিস এক বিজ্ঞপ্তিতে বলেন, “এই বছর আমাদের থিম ’পাওয়ার অফ সিক্সটিন: লিগ্যাসি ইন এভরি স্টিচ’। ১৬ বছর আগে দেশি পোশাকে আন্তর্জাতিক মানের প্যাটার্ন, প্রিন্টস্টোরি ও ডিটেইলস ডিজাইন করার স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছিল লা রিভ। আর এখন ডিজাইনের দক্ষতা, ফ্যাশন ইন্ডাস্ট্রির অভিজ্ঞতা এবং ব্র্যান্ডের প্রসার বেড়েছে অনেকদূর। ” এই পূর্তি উপলক্ষ্যে নির্দিষ্ট পরিমাণ কেনাকাটা করলেই থাকছে সেলিব্রেশন মগ, ক্যাপ ও টোটে ব্যাগ। এছাড়াও থাকছে বেশকিছু ‘সারপ্রাইজ অফার’। পাশাপাশি এই প্রতিষ্ঠান নিয়ে এসছে ‘লা রিভ ফল কালেকশন ২০২৫’, পোশাকের নকশার বিষয়বস্তু হিসেবে বেছে নেওয়া হয়েছে ‘ইনডাল্জ’ বা মগ্ন হওয়া। এই সংগ্রহে...