সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ ও সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে রাস্তায় নেমে পড়েছে নেপালিরা। আজ সোমবার কাঠমান্ডুতে এই বিক্ষোভ রুখতে টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করেছে পুলিশ। এমনকি বিক্ষোভকারীরা পার্লামেন্টের দিকে এগিয়ে গেলে সেখানে ব্যারিকেড দেয় তারা। সেই ব্যারিকেড ভেঙে ঢুকে পড়ার চেষ্টা করে আন্দোলনকারীরা। নেপালি সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট বলছে, বিক্ষোভকারীদের বেশিরভাগই জেন-জি। এদিকে, পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে এখন পর্যন্ত ছয়জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নেপালের সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্টের খবরে বলা হয়েছে, রাজধানী কাঠমান্ডুর নয়া বাণেশ্বরে জেন-জি বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে তারা নিহত হয়েছেন। নিহতদের সবার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। বার্তা সংস্থা রয়টার্স বলছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি খুলে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে দাবি করে এসব মাধ্যম বন্ধ করে দিয়েছে নেপালের সরকার। দেশটির সরকার বলছে, এসব আইডি ব্যবহার করে...