০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৫ পিএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৫ পিএম জনবল সংকটে ভুগছে ভাঙন বিধ্বস্ত সিরাজগঞ্জের চৌহালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। যার ফলে ব্যাহত হচ্ছে দাপ্তরিক কার্যক্রম, স্থবিরতা বিরাজ করছে প্রাথমিক শিক্ষা কার্যক্রমে আর পরিত্যক্ত ভবনে চলছে অফিস। দেখা দিচ্ছে নানা জটিলতা। উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, গত ২১ জুলাই উপজেলা শিক্ষা অফিসার নুর মোহাম্মদ বদলি যাওয়ায় বর্তমানে উপজেলা শিক্ষা অফিসার পদটি শূন্য রয়েছে এবং উপজেলা শিক্ষা অফিসার ও সহকারী শিক্ষা কর্মকর্তার ৬টি শূন্য পদের বিপরীতে কর্মরত রয়েছে মাত্র ১ জন এবং অফিস সহকারী চারজনের ১ মধ্যে জনসহ মোট ২জন। উপজেলা সহকারী শিক্ষা অফিসার এস এম জাহাঙ্গীর আলম উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসারের দায়িত্বে রয়েছেন। এছাড়া উপজেলার ৪০ থেকে ৪৫ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ এবং উপজেলা...