সরকারের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাপস ব্যবহারে নিষেধাজ্ঞা ও দুর্নীতির প্রতিবাদে তীব্র বিক্ষোভ শুরু হয়েছে হিমালয় কন্যা নামে পরিচিত দেশ নেপালে। বিক্ষোভ দমন করতে রাজধানী কাঠমান্ডুতে সেনাবাহিজনী মোতায়েন করেছে সরকার। পুলিশ ও সেনাবাহীর সঙ্গে রাজধানীর বিভিন্ন এলাকায় সংঘাত হচ্ছে বিক্ষোভকারীদের। সংঘাতে ইতোমধ্যে ৩ জন নিহতের সংবাদ পাওয়া গেছে। গত সপ্তাহে নেপাল সরকার ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউবসহ বেশ কয়েকটি সামাজিক মাধ্যম নিষিদ্ধ ঘোষণা করে। সরকারের দাবি, সংশ্লিষ্ট কোম্পানিগুলো নির্ধারিত সময়সীমার মধ্যে তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে নিবন্ধন না করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের পদক্ষেপটি সুপ্রিম কোর্টের পুরনো এক আদেশের ভিত্তিতে নেওয়া হয়েছে, যেখানে বিদেশি সামাজিক যোগাযোগমাধ্যমগুলোকে স্থানীয়ভাবে নিবন্ধন, যোগাযোগ কর্মকর্তা নিয়োগ এবং অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা নিতে বলা হয়েছিল। তবে নিষেধাজ্ঞা সত্ত্বেও টিকটকে এখনও কিছু ভিডিও ভাইরাল হচ্ছে। এসব ভিডিওতে সাধারণ নেপালিদের দুঃসহ জীবনযাত্রার বিপরীতে রাজনীতিবিদদের...