ঝড়-বৃষ্টিসহ যত প্রকার প্রতিবন্ধকতা থাকুক আগামীকাল সকল অপপ্রচারকারীর জবাব আপনাদের ব্যালটের মধ্য দিয়ে দিতে হবে। 'মিথ্যার শক্তিতে কেউ বিভ্রান্ত হবেন না, সত্যের জয় সুনিশ্চিত' জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান এমন মন্তব্য করেন। সোমবার (৮ সেপ্টেম্বর) বেলা দেড়টায় নির্বাচনের আগের দিন ফেসবুক একাউন্ট সাইবার অ্যাটাকের শিকার হওয়াকে কেন্দ্র করে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। আবিদুল বলেন, আমি যে শঙ্কাগুলো করেছিলাম তারই প্রমাণ মিললো। নির্বাচনের ঠিক আগের দিনই নানা রকমভাবে সাইবার অ্যাটাক করা হচ্ছে । যারা শিক্ষার্থীদের মানবাধিকারে বিশ্বাস করে না, মতপ্রকাশে ভয় পায়, তারা রাজনৈতিকভাবে মোকাবেলায় ব্যর্থ হয়ে সাইবার অ্যাটাকের পথ বেছে নিয়েছে। তিনি বলেন, আমাদের পথচলা শুধুমাত্র কয়েক মাসের জন্য নয়, জীবনে কখনোই দেশ, জাতি ও বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আপস করিনি।...