গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের শর্ট মেমোরি লস হয়নি বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান। তিনি বলেন, এ ধরনের আঘাতে মেমোরি লস হওয়ার সম্ভাবনা নেই। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঢামেক প্রশাসনিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান জানান, নুর প্রথম দিন হাসপাতালে ভর্তি হওয়ার পর জরুরি বিভাগ থেকে সরাসরি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসকদের ছয় সদস্যের মেডিকেল বোর্ড তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে এবং বোর্ডের পরামর্শ অনুযায়ী পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়। শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হওয়ায় তাকে আইসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি মোটামুটি স্থিতিশীল আছেন এবং অবস্থার ক্রমশ...