প্রতিপক্ষের লোকজন তাঁর ফেসবুক অ্যাকাউন্ট গায়েব করে দেওয়ার চেষ্টা করেছেন বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি প্রার্থী উমামা ফাতেমা। আজ সোমবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে এক পোস্টে এ অভিযোগ করেন তিনি। আগামীকাল মঙ্গলবার ডাকসু ও হল সংসদ নির্বাচনে উমামা ফাতেমার নেতৃত্বে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এই ভোটের মাত্র কয়েক ঘণ্টা আগে ফেসবুক পোস্ট দিয়ে কিছু অভিযোগ তুলেছেন তিনি। উমামা ফাতেমা লিখেছেন, কাল রাত থেকে আমার আইডিতে প্রচুর পরিমাণে রিপোর্ট মারা হচ্ছে। অনেক প্রার্থীর আইডি অলরেডি গায়েব করে দেওয়া হয়েছে। হল সংসদ কিংবা সেন্ট্রাল, যাদেরই প্রতিপক্ষ মনে করা হচ্ছে তাদেরকে এভাবে রিপোর্ট মারা হচ্ছে। তিনি লিখেছেন, ডাকসুর শুরু থেকেই আমার আইডিতে রিপোর্ট মেরে রিচ কমিয়ে দেওয়া হয়েছে। এখন আইডিটাও গায়েব করে দেওয়ার চেষ্টা...