আরব বিশ্বের বিভিন্ন দেশে রবিবার (৮ সেপ্টেম্বর) রাতে বিরল ‘রক্ত চন্দ্রগ্রহণ’ দেখা গেছে। এই মহাজাগতিক দৃশ্য উপভোগ করতে বিপুলসংখ্যক মানুষ জড়ো হন এবং বিশেষ নামাজ আদায় করা হয়। সৌদি আরবের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আল-ইখবারিয়ার প্রতিবেদনে জানানো হয়, দেশটি ২০১৮ সালের পর দীর্ঘতম চন্দ্রগ্রহণের সাক্ষী হয়েছে। মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে উপাসকরা ঐতিহ্যবাহী ‘খুসুফ’ নামাজ আদায় করেন। মিশরে হেলওয়ান সরাসরি সম্প্রচার করে এ দৃশ্য দেখায়। পাশাপাশি কায়রোর বিভিন্ন মসজিদেও নামাজ অনুষ্ঠিত হয়। কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও ওমানেও ঘটনাটি জনমনে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। জর্ডানের রাজধানী আম্মানে হাজারো মানুষ উন্মুক্ত আকাশের নিচে দাড়িয়ে চন্দ্রগ্রহণের এই দৃশ্য প্রত্যক্ষ করেন। উল্লেখ্য, পূর্ণ চন্দ্রগ্রহণকেই সাধারণভাবে ‘রক্ত চাঁদ’ বলা হয়। এ সময় পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে চলে আসে এবং সূর্যের সরাসরি...