০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৩ পিএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৩ পিএম ঢাকার পার্শ্ববর্তী গাজীপুর দীর্ঘদিন ধরে দেশের শিল্প ও তৈরি পোশাক খাতের জন্য পরিচিত। তবে সাম্প্রতিক সময়ে এটি পরিণত হয়েছে অপরাধের কেন্দ্রবিন্দুতে। গত সাত মাসে গাজীপুর মহানগর ও জেলায় সংঘটিত হয়েছে ১০৬টি হত্যাকাণ্ড, যা স্থানীয় ও জাতীয় পর্যায়ে উদ্বেগ সৃষ্টি করেছে। সম্প্রতি চান্দনা চৌরাস্তা এলাকায় সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে দা ও চাপাতি দিয়ে হত্যা করা হয়। এর আগের দিন সাহাপাড়া এলাকায় আরেক সাংবাদিক আনোয়ার হোসেন হামলার শিকার হন; তাকে টেনে হিঁচড়ে পিটিয়ে ইট দিয়ে আঘাত করা হয়, যার ফলে তার পা থেঁতলে যায়। এই দুটি ঘটনায় গাজীপুর আবারও আলোচনায় এসেছে। গাজীপুরে অপরাধ প্রবণতার পেছনে বড় কারণ হিসেবে বিশেষজ্ঞরা ভাসমান জনগোষ্ঠীকে দায়ী করছেন। জেলা পরিসংখ্যান অনুযায়ী, মাত্র ৩৮ শতাংশ...