বিটিএস আর্মির হার্টথ্রব বলা যায় জংকুককে। ব্যাপক জনপ্রিয় কোরিয়ান পপ গ্রুপ বিটিএসের কনিষ্ঠতম সদস্য তিনি। মাত্র ১৩ বছর বয়সে বিটিএসে যোগ দিয়ে, ২৫ পেরোনোর আগেই নিজেকে খ্যাতির চূড়ায় নিয়ে যান। এক দশকের ক্যারিয়ারে একের পর হিট গানে নিজেকে ছাড়িয়ে গেছেন। জাংকুক কিছুদিন আগে তার ২৮ তম জন্মদিন পালন করেছেন। কিন্তু তার ত্বক দেখলে মনে হবে, সে যেন এখনো ১৮ তেই আটকে আছেন। তার নিখুঁত ত্বকের জন্য বেশ জনপ্রিয়। জাংকুক তার স্বচ্ছ আর ঝকঝকে ত্বকের যত্নে সহজ স্কিনকেয়ার রুটিন মেনে চলেন। আর তার এই সহজ স্কিন কেয়ার রুটিন মেনে চললে আপনিও তার মতো ত্বক পেতে পারেন। আপেল সিডার ভিনেগারজাংকুক ত্বকের যত্নে আপেল সিডার ভিনেগার ব্যবহার করেন। কিস দ্য রেডিও-তে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, আপেল সিডার ভিনেগার তার ত্বকের কালো দাগ...