ছাত্রদল ও ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীদের ফেসবুক আইডি ডিজেবলের অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান, জিএস প্রার্থী তানভীর বারী হামিম ও এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদের আইডি ডিজেবলের অভিযোগ করেছেন। অন্যদিকে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদ তাদের একাধিক প্রার্থীর আইডি ডিজেবলের অভিযোগ জানিয়েছেন। দুপুরে সংবাদ সম্মেলনে আবিদুল ইসলাম বলেন, আমরা সাইবার অ্যাটাকের শঙ্কা করেছিলাম, সেগুলো সত্যি হচ্ছে। সকালে ঘুম থেকে উঠে ঘর থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, সাড়ে নয়টার দিকে আমার আইডি ডিজেবল করে দেওয়া হয়। প্রাথমিকভাবে আবেদন করে আইডি উদ্ধার করেছি। পরে দেশের মানুষকে সতর্ক করে একটি পোস্ট করেছি। তার ৫৭ মিনিট পর আবারও আমার আইডি ডিজেবল করে দেওয়া হয়েছে। আবিদ...