প্রস্তাবিত ফরিদপুর বিভাগ থেকে শরীয়তপুরের নাম প্রত্যাহারের দাবিতে শরীয়তপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে করেছে জাগো শরীয়তপুর নামে একটি সংগঠন। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে শরীয়তপুর শহরের চৌরঙ্গী মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে ঢাকা-শরীয়তপুর সড়কের মাঝে বসে পরে আন্দোলনকারীরা। এসময় সড়কের দুই পাশে যানযটের সৃষ্টি হয়। পরবর্তীতে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। এরপর জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রধান করেন আন্দোলনকরীরা। এতে একাত্মতা প্রকাশ করে জেলা ছাত্রদল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, গণ অধিকার পরিষদ, জাতীয় নাগরিক পার্টি, ছাত্র অধিকার পরিষদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, ইসলামী আন্দোলন বাংলাদেশ, আইনজীবী ও শিক্ষক-শিক্ষার্থীরা। আন্দোলনকারীদের দাবি, শরীয়তপুরে সঙ্গে ঢাকার মেলবন্ধন। সেই বন্ধনেই অটুট থাকতে চায় শরীয়তপুরবাসী। তাই তারা ফরিদপুর বিভাগে যুক্ত হতে চান...