আজ সোমবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তাঁর নিজ কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মো. আসাদুজ্জামান। আসাদুজ্জামান জানান, আজ সকাল সাড়ে ৯টার দিকে সিটি স্ক্যান করানোর জন্য নুরকে ধানমন্ডির পপুলার হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষার পর চিকিৎসকেরা জানান, নুরের শর্ট মেমোরি লস হয়নি। এ ধরনের আঘাতে মেমোরি লস হওয়ার আশঙ্কা নেই। নুরের শারীরিক অবস্থা সম্পর্কে পরিচালক বলেন, ‘দুই দিন তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। পরে চিকিৎসকদের ছয় সদস্যের মেডিকেল বোর্ড তাঁর অবস্থা পর্যবেক্ষণ করে এবং উন্নতি হওয়ায় তাঁকে কেবিনে স্থানান্তর করা হয়।’ পরিচালক জানান, নুরের নাকের হাড় ভাঙার...