যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন একঝাঁক তারকা। এরমধ্যে আছেন বন্যা মির্জা, নাতাশা হায়াত, শাহেদ শরীফ ও আদনান ফারুক হিল্লোল-নওশীন নাহরিন জুটি। তবে নওশীন ফিরলেন দীর্ঘদিন পর, আড়াই বছর পর। এ জনপ্রিয় উপস্থাপিকা ও অভিনেত্রী দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে স্থায়ী। অভিনয় থেকে বিদায় নেওয়া এই তারকা সেখানে একটি মেডিকেল সেন্টারে চাকরি করছেন। আর ফিরেই ব্যস্ত হয়ে পড়েছেন দাওয়াত নিয়ে। নওশীন বলেন, ‘দেশের জন্য মন টানে বলেই ছুটে এসেছি। মনে হচ্ছে আরও বেশি ছুটি নিলে ভালো হতো। ঢাকায় এসে দেখি দাওয়াতের উপর আছি। সহশিল্পীরা আমাকে ভীষণ ভালোবাসেন, সবাই মনে রেখেছেন।’ ঢাকায় আসার পর থেকেই তিনি একের পর এক নিমন্ত্রণে যাচ্ছেন। দীপা খন্দকারের বাসায় সহশিল্পীদের সঙ্গে আড্ডা, বাপ্পা মজুমদার ও তানিয়া...