০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৫ পিএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৫ পিএম ইসরায়েলের জেরুজালেম শহরের রামোট জংশনের প্রবেশপথে একটি বাসে হামলার ঘটনা ঘটেছে, এতে অন্তত পাঁচজন নিহত এবং ২২ জন আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (৮ সেপ্টেম্বর) এই হামলা হয় বলে জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) এ তথ্য জানিয়েছে। এমডিএ জানিয়েছে যে, বন্দুকধারীরা ৬২ নম্বর বাসে উঠে যাত্রীদের ওপর গুলি চালাতে শুরু করে। পরে হামলায় জড়িত দুইজনকে নিষ্ক্রিয় করা হয়েছে। এই ঘটনার পর জেরুজালেমের ভেতরে এবং বাইরের সব প্রবেশ ও বেরোনোর পথ বন্ধ করে দেওয়া হয়েছে। এমডিএ-র প্যারামেডিক নাদাভ তাইব বলেন, 'আমরা গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছেছি। যখন আমরা পৌঁছাই, তখন রাস্তায়, রাস্তার পাশে এবং বাস স্টপের কাছে ফুটপাতে অচেতন অবস্থায় মানুষ পড়ে থাকতে দেখেছি।...